Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

মিয়ানমার জান্তার বিলিয়ন ডলার সরানোর চেষ্টা আটকে দিল যুক্তরাষ্ট্র

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৪:০৩, ৫ মার্চ ২০২১

আপডেট: ১৪:১০, ৫ মার্চ ২০২১

প্রিন্ট:

মিয়ানমার জান্তার বিলিয়ন ডলার সরানোর চেষ্টা আটকে দিল যুক্তরাষ্ট্র

অং সান সু চিকে গ্রেপ্তার করে ক্ষমতায় বসার পরপরই নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভে রক্ষিত এক বিলিয়ন ডলার সরিয়ে ফেলার চেষ্টা করেছিল মিয়ানমারের জান্তা সরকার। তবে যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ তা আটকে দিয়েছে।

বিষয়টি সম্পর্কে জানেন যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তাসহ তিনজনের বরাত দিয়ে এই তথ্য দিয়েছে সংবাদ মাধ্যম রয়টার্স। গত ৪ ফেব্রুয়ারি মিয়ানমারের কেন্দ্রীয় ব্যাংকের নামে তহবিল স্থানান্তরের অনুরোধ প্রথমে আটকে দেয় নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংক। এরপর মার্কিন কর্মকর্তারাও বিষয়টি অনুমোদন না দিয়ে আটকে রাখেন।

এরপর প্রেসিডেন্ট জো বাইডেন একটি নির্বাহী আদেশ জারি করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের ওই তহবিল স্থানান্তর স্থগিত করার এখতিয়ার দেন। এ বিষয়ে কোনও মন্তব্য করতে রাজি হয়নি ফেডারেল রিজার্ভ ব্যাংক। যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্টেরও কোনও বক্তব্য পাওয়া যায়নি।

সম্প্রতি মিয়ানমারের সামরিক কর্তৃপক্ষ কেন্দ্রীয় ব্যাংকে নতুন একজন গভর্নর নিয়োগ দিয়ে গণতন্ত্রপন্থি কর্মকর্তাদের আটক করলে ফেডারের রিজার্ভের ঘটনাটি প্রকাশ্যে আসে। গত ১ ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের পর থেকেই মিয়ানমারজুড়ে অস্থিরতা বিরাজ করছে। এতে ৫০ বছরেরও বেশি সময় ধরে সামরিক শাসনের অধীনে থাকা দেশটির গণতান্ত্রিক অগ্রযাত্রা রুদ্ধ হয়ে পড়েছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer