Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১০ ১৪৩১, বুধবার ২৪ এপ্রিল ২০২৪

‘মিশন অক্সিজেন’ তহবিলে কোটি টাকা দান করলেন শচীন

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৩:৩৩, ৩০ এপ্রিল ২০২১

প্রিন্ট:

‘মিশন অক্সিজেন’ তহবিলে কোটি টাকা দান করলেন শচীন

করোনাভাইরাসে ভারতের সংকটময় এই পরিস্থিতিতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন দেশটির কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার। ভারত সরকারের ‘মিশন অক্সিজেন’ তহবিলে ১ কোটি টাকা দান করেছেন তিনি। নিজের অফিশিয়াল টুইটারে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন শচীন নিজেই।

টুইটারে তিনি লেখেন, ‘করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে আক্রান্ত হচ্ছেন প্রচুর মানুষ। এতে দেশের স্বাস্থ্য ব্যবস্থা একেবারেই নেজাহাল। এখন প্রচুর অক্সিজেন দরকার। এই চরম ক্রান্তিকালে অনেকেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। যা দেখে খুব ভাল লাগছে আমার। ২৫০ জনের ওপর তরুণ-তরুণী মিশন অক্সিজেনে যোগ দিয়েছে। বিভিন্ন হাসপাতালে অক্সিজেন সরবরাহের কাজে এগিয়ে আসার জন্য তারা অর্থ সংগ্রহের কাজ করছে। আমি ওদের পাশে এসে দাঁড়ালাম। আশা করি ভারতের বিভিন্ন হাসপাতালে এই অক্সিজেন কনসেন্ট্রেটর পৌঁছে যাবে খুব দ্রুত।’

শচীন আরও লেখেন, ‘আমি যতদিন খেলেছি ততদিন আপনারা আমায় উৎসাহ দিয়ে সাহায্য করেছেন সাফল্য পেতে। এবার এই কঠিন সময়ে মহামারির বিরুদ্ধে সফলতা পেতে লড়তে হবে সবাইকে’।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer