Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

মির্জা আব্বাসের দুদকের মামলা বাতিলের আবেদন মুলতবি

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১২:৩৭, ৬ ডিসেম্বর ২০১৮

আপডেট: ১২:৪৫, ৬ ডিসেম্বর ২০১৮

প্রিন্ট:

মির্জা আব্বাসের দুদকের মামলা বাতিলের আবেদন মুলতবি

ঢাকা : বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের(দুদক) করা মামলা বাতিলের আবেদনের শুনানি দুই সপ্তাহের জন্য মুলতবি রেখেছেন আপিল বিভাগ।

বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেন।

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মির্জা আব্বাসের বিরুদ্ধে দুদকের করা মামলাটি বাতিলের আবেদন খারিজ করে হাইকোর্টের দেয়া আদেশ বাতিল চেয়ে আপিল শুনানি নিয়ে আপিল বেঞ্চ এ আদেশ দেন।

ফলে এই সময়ের মধ্যে বিচারিক আদালতে এ মামলাটি চলতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

আদালতে মির্জা আব্বাসের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন ও এজে মোহাম্মদ আলী। দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মো. খুরশীদ আলম খান।

আদেশের পর খুরশীদ আলম খান বলেন, হাইকোর্টের আদেশ স্থগিত করেননি আপিল বিভাগ। দুই সপ্তাহের জন্য এর শুনানি মুলতবি রাখা হয়েছে। ফলে এ মামলার বিচারিক আদালতে চলবে।

 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer