Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৬ ১৪৩১, শনিবার ২০ এপ্রিল ২০২৪

মিন্নির জামিন আবেদনের শুনানি সোমবার

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৮:৩৬, ১৮ আগস্ট ২০১৯

প্রিন্ট:

মিন্নির জামিন আবেদনের শুনানি সোমবার

ঢাকা : বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় নিহতের স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নির জামিন আবেদন ফের হাইকোর্টে দাখিল করা হয়েছে। সোমবার হাইকোর্টের নতুন বেঞ্চে আবেদনটির ওপর শুনানি অনুষ্ঠিত হবে।

আজ রবিবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চে মিন্নির আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন।

এর আগে গত ৮ আগস্ট বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের অবকাশকালীন বেঞ্চে শুনানির পর জামিন পাওয়ার আশা না দেখে মিন্নির আইনজীবী জেড আই খান পান্না আবেদনটি ফিরিয়ে নিয়েছিলেন। সে আবেদনটিই আজ দাখিল করা হয়েছে বলে জানান তিনি।

পরে সাংবাদিকদের জেড আই খান পান্না জানান, আজকে আমরা জামিন আবেদনটি কোর্টে সাবমিট করেছি। আগামীকাল সম্ভবত লিস্টে (কার্যতালিকা) আসবে। লিস্টে আসলেই হেয়ারিং করব।

গত ২৬ জুন রিফাতকে বরগুনার রাস্তায় প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়। সে সময় স্বামীকে বাঁচাতে মিন্নির চেষ্টার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সারাদেশে আলোচনার সৃষ্টি হয়।

 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer