Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৬ ১৪৩১, শনিবার ২০ এপ্রিল ২০২৪

মায়ের কবরে শায়িত শিল্পী খালিদ হোসেন

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১২:৩৮, ২৪ মে ২০১৯

প্রিন্ট:

মায়ের কবরে শায়িত শিল্পী খালিদ হোসেন

প্রয়াত খ্যাতিমান নজরুলগীতি শিল্পী ও সঙ্গীতগুরু খালিদ হোসেনের দাফন সম্পন্ন হয়েছে। বৃহষ্পতিবার রাতে কোর্টপাড়া সদর কবরস্থানে মায়ের কবরে শিল্পীকে দাফন করা হয়। শিল্পীর ছেলে আসিফ হোসেন বাসসকে এই তথ্য জানিয়েছেন।

একুশে পদক পাওয়া খ্যাতিমান শিল্পী ও সঙ্গীতগুরু খালিদ হোসেন চিকিৎসাধীন অবস্থায় গত রাত সাড়ে দশটায় ঢাকায় হৃদরোগ ইন্সটিটিউট ও হাসপাতালে মারা যান। তিনি হৃদরোগ, কিডনিসহ বিভিন্ন রোগে ভুগছিলেন।

হাসপাতাল থেকে শিল্পীর মরদেহ ঢাকার মোহাম্মদপুরের তাজমহল রোডে তার বাসায় নিয়ে যাওয়া হয়। শিল্পীর মুত্যুর সংবাদ পেয়ে শিল্পী ও সংস্কৃতিসেবীরা তার বাসায় গিয়ে শেষ শ্রদ্ধা জানান।

বৃহষ্পতিবার ভোরে ফজর নামাজের পর মোহাম্মদপুরে তার বাসার কাছে বায়তুল আমান মিনার মসজিদে প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে সকাল ১০টায় শিল্পীর মরদেহ ধানমন্ডিতে নজরুল ইন্সটিটিউটে নিয়ে যাওয়া হয়। এখানে শিল্পী এবং ইন্সটিটিউটের কর্মকর্তা ও কর্মচারীরা তার প্রতি শেষ শ্রদ্ধা জানান। পরে নজরুল ইন্সটিটিউটে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয় ।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer