Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

মালয়েশিয়ার শ্রমবাজার খুলতে পারে জুলাইয়ে

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২০:১৪, ৩১ মে ২০২০

প্রিন্ট:

মালয়েশিয়ার শ্রমবাজার খুলতে পারে জুলাইয়ে

লকডাউন শেষে আগামী জুলাই থেকেই মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দিতে পারে সে দেশের সরকার। সেক্ষেত্রে বাংলাদেশের কর্মী পাঠাতে সরকার পুরো প্রস্তুত রয়েছে এবং সেদেশের সরকারের সঙ্গে এ ব্যাপারে যোগাযোগ করা হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ।

রোববার সকালে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। শিগগিরই নতুন ডাটাবেজ করে কর্মী পাঠানোর প্রস্তুতি নেয়া হবে বলেও জানান মন্ত্রী।

প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ বলেন, তারা আশাবাদী আগামী জুলাই থেকেই মার্কেট খুলে দিতে পারে। লেবার মার্কেট যেদিন খুলবে, আমি সব কিছু নিয়েই তৈরি আছি, এরমধ্যে সব প্রটোকল গুলো যদি আমরা একসঙ্গে করে নিতে পারি তাহলে যেদিন লেবার মার্কেট খুলবে সেদিনই আমরা রেডি আছি।

তিনি আরও বলেন, ডাটাবেজ করা মানে যারা যারা যেতে ইচ্ছু, তাদের অন্তর্ভুক্ত করে রাখা। এক সপ্তাহের মধ্যে এ সার্ভারটাকে আমরা সেটআপ করে নেব।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer