Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

মালদ্বীপে প্রেসিডেন্ট নির্বাচনে জয় দাবি করলেন বিরোধী প্রার্থী

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:৩৬, ২৪ সেপ্টেম্বর ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

মালদ্বীপে প্রেসিডেন্ট নির্বাচনে জয় দাবি করলেন বিরোধী প্রার্থী

ঢাকা :  মালদ্বীপ প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন বলে দাবি তুলেছেন বিরোধী প্রার্থী ইব্রাহিম মোহাম্মদ সোলিহ। যদিও এ নিয়ে দেশটির জাতীয় নির্বাচন কমিশন থেকে কোনও আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়নি।

স্থানীয় সময় রোববার সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে চলে সন্ধ্যা সাতটা পর্যন্ত। লাইন বেশি থাকার কারণে তিনঘণ্টা সময় বাড়ানো হয়েছিল।

নির্বাচনে জয় সম্পর্কে ইব্রাহিম মোহাম্মদ সোলিহ বলেন, ‘সময় এখন সুখের, সময় এখন আশার’। এসময় তিনি শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরেরও দাবি জানান।এদিকে ভোট শুরুর আগে বিরোধী দলের প্রধান কার্যালয়ে অভিযান চালায় পুলিশ। তবে কাউকে গ্রেপ্তারের খবর পাওয়া যায়নি।

সাম্প্রতিক বছরগুলোতে মালদ্বীপে রাজনৈতিক অস্থিরতা চলছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে দেশটির সুপ্রিম কোর্ট নয় বিরোধীদলীয় নেতার বিরুদ্ধে অভিযোগ বাতিল করে দেয়। তাদের মধ্যে রয়েছেন মালদ্বীপের গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রথম প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদও। ২০১২ সালে নাশিদকে ক্ষমতাচ্যুত করা হয়।

কিন্তু আদালতের ওই রায়ের পর প্রেসিডেন্ট ইয়ামিন জরুরি অবস্থা জারি করেন এবং সিদ্ধান্ত পরিবর্তন করতে দুইজন বিচারককে গ্রেপ্তারের নির্দেশ দেন।

প্রেসিডেন্ট ইয়ামিনের এ ধরনের পদক্ষেপকে আগামী পাঁচ বছরের জন্য ক্ষমতায় যাওয়ার চিহ্ন হিসেবে দেখা হয়। এরপর ওয়াশিংটন, লন্ডন এবং দিল্লি তার শাসনের সমালোচনা করে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer