Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

মার্ভেল কমিকসের এক কপির দাম ১০ কোটি ৭০ লাখ টাকা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:৩৩, ২৩ নভেম্বর ২০১৯

প্রিন্ট:

মার্ভেল কমিকসের এক কপির দাম ১০ কোটি ৭০ লাখ টাকা

ঢাকা : মার্ভেল কমিকসের প্রথম সংখ্যার একটি দুর্লভ কপি যুক্তরাষ্ট্রের ডালাসে নিলামের মাধ্যমে ১২ লাখ ৬০ হাজার ডলারে বিক্রি হয়েছে। বাংলাদেশি মুদ্রায় যা ১০ কোটি ৭০ লাখ টাকারও বেশি।হেরিটেজ অকশনস জানিয়েছে, বৃহস্পতিবার ১৯৩৯ সালের মার্ভেল কমিকস নম্বর ১ বিক্রি হয়েছে। ক্রেতা তার নাম প্রকাশ করেননি।

হেরিটেজের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এড জেস্টার একে ‘ঐতিহাসিক কমিক বইয়ের ঐতিহাসিক কপি’ হিসেবে আখ্যায়িত করেন।এ সংখ্যাটিতে হিউম্যান টর্চ, কা-জার, অ্যাঞ্জেল ও সাব-মেরিনারের মতো চরিত্রগুলোকে প্রথমবারের মতো দেখা যায়।

হেরিটেজ জানায়, এ কমিক বইটি প্রথমে পেনসেলভেনিয়ার এক ডাকপিয়ন পত্রিকার দোকান থেকে কিনেছিলেন। তার কমিক বই ও ম্যাগাজিনের প্রথম সংখ্যা কেনার অভ্যাস ছিল। তারপর থেকে বইটির অল্প কয়েকবার মালিকানা পরিবর্তন হয়েছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer