Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৫ ১৪৩১, শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪

মার্কিন সিনেটে সংরক্ষিত ভূমি সম্প্রসারণ বিল পাস

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৪:২৯, ১৩ ফেব্রুয়ারি ২০১৯

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

মার্কিন সিনেটে সংরক্ষিত ভূমি সম্প্রসারণ বিল পাস

ঢাকা : মার্কিন সিনেট মঙ্গলবার দেশটির সংরক্ষিত ভূমি সম্প্রসারণ বিলের অনুমোদন দিয়েছে। এটি যুক্তরাষ্ট্রের জন্য একটি মাইলফলক। দুই বছর ধরে ট্রাম্প প্রশাসন বিলটি পাসে বাধা দিয়ে আসছিল।

সিনেটে ন্যাচারাল রিসোর্সেস ম্যানেজমেন্ট অ্যাক্টের পক্ষে ৯৮টি ভোট ও বিপক্ষে মাত্র ২টি ভোট পড়েছে।

এই আইনের ফলে দেশটির আটটি ন্যাশনাল পার্ক ও ঐতিহাসিক স্থানের পাশাপাশি নতুন করে কয়েকটি স্মৃতিস্তম্ভ ও প্রত্নতাত্ত্বিক স্থান সংরক্ষিত এলাকার অন্তর্ভূক্ত হলো।
এই আইনের আওতায় ৮ লাখ ১০ হাজার হেক্টর এলাকা সংরক্ষিত হলো। সংরক্ষিত এসব এলাকায় খননকাজ বা বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ।

এছাড়া নতুন এই আইনে স্যামন মাছ থেকে শুরু করে লম্বা শিংবিশিষ্ট ভেড়া সংরক্ষিত বন্যাপ্রাণীর তালিকাভূক্ত হলো।বিলটি পাস হওয়ায় সংরক্ষণের জন্য স্থায়ীভাবে অর্থের ব্যবস্থা নিশ্চিত হলো। গত বছর ট্রাম্প প্রশাসন এই সংরক্ষণের জন্য কোন তহবিল বরাদ্দ দেয়নি।

 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer