Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৪ ১৪৩১, বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪

মার্কিন নাগরিকদের রাশিয়া ছেড়ে যাওয়ার আহ্বান

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৬:৩২, ২৯ সেপ্টেম্বর ২০২২

প্রিন্ট:

মার্কিন নাগরিকদের রাশিয়া ছেড়ে যাওয়ার আহ্বান

মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর গভীর রাতে মস্কো স্থিত মার্কিন দূতাবাস একটি নিরাপত্তা সতর্কতা জারি করে রাশিয়াতে অবস্থানকারী মার্কিন নাগরিকদের জন্য। মস্কোতে অবস্থিত মার্কিন দূতাবাস জানায়, আমেরিকানদের উচিত যত তাড়াতাড়ি সম্ভব দেশ থেকে বেরিয়ে যাওয়ার জন্য তাদের নিজস্ব ব্যবস্থা করা।

সতর্কতায় জানানো হয়, রাশিয়া দ্বৈত নাগরিকদের রাশিয়া থেকে তাদের প্রস্থান রোধ করতে চেষ্টা করতে পারে এবং সামরিক চাকরির জন্য দ্বৈত নাগরিকদের নিয়োগ করার চেষ্টাও করতে পারে। এসব থেকে বাঁচতে যত দ্রুত সম্ভব রাশিয়া ছেড়ে দিতে মার্কিন নাগরিকদের আহ্বান জানিয়েছে মার্কিন দূতাবাস।

এর আগেও ইউক্রেনে আগ্রাসন নিয়ে ওয়াশিংটন ও মস্কোর মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে চলতি বছরের মার্চে মার্কিন নাগরিকদের রাশিয়া ছেড়ে যাওয়ার আহ্বান জানিয়েছিল মার্কিন পররাষ্ট্র দফতর।

 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer