Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৬ ১৪৩১, শনিবার ২০ এপ্রিল ২০২৪

মার্কিন ও ইউরোপিয়ানের বিশাল সামরিক মজুদ ধ্বংস: রাশিয়া

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৮:৩৫, ৭ মে ২০২২

আপডেট: ১৮:৩৭, ৭ মে ২০২২

প্রিন্ট:

মার্কিন ও ইউরোপিয়ানের বিশাল সামরিক মজুদ ধ্বংস: রাশিয়া

ইউক্রেনের খারকিভ অঞ্চলে বোহদুখিভ রেলওয়ে স্টেশনের কাছে যুক্তরাষ্ট্র ও ইউরোপিয়ান দেশগুলো থেকে আসা বিশাল সামরিক মজুদ ধ্বংস করা হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এই দাবি করেছে। শনিবারআল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও বলা হয়েছে, বন্দর নগরী ওডেসার কাছে ডাছনেতে ইউক্রেনের সামরিক বাহিনীর ১৮টি স্থাপনায় হামলা চালানো হয়েছে। এর মধ্যে তিনটি গোলাবারুদ ভাণ্ডারও আছে।

তবে রাশিয়ার এই দাবি নিয়ে ইউক্রেনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায় নি।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ৭৩ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টো পুর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে যুদ্ধের তীব্রতা বেড়েছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer