Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৪ ১৪৩১, বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪

মানহানি মামলায় গয়েশ্বরের জামিন

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৫:৫৭, ২৯ মার্চ ২০২১

প্রিন্ট:

মানহানি মামলায় গয়েশ্বরের জামিন

শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে মানহানিকর বক্তব্য দেয়ার মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় নড়াইল আদালতে হাজিরা দিয়ে জামিন পেয়েছেন।

সোমবার দুপুর পৌনে ১২টায় নড়াইল জেলা ও দায়রা জজ মুন্সী মো. মশিয়ার রহমান এই রায় ঘোষণা করেন।

মামলার বিবরণে জানা যায়, গয়েশ্বর চন্দ্র রায় ২০১৫ সালের ২৫ ডিসেম্বর ঢাকায় এক আলোচনা সভায় বুদ্ধিজীবীদের নিয়ে মানহানিকর বক্তব্য দেন।

এই ঘটনা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। যা দেখে মামলার বাদী আশিক বিল্লাহ একই সালের ২৯ ডিসেম্বর নড়াইল আমলী আদালতে একশ কোটি টাকার মানহানি মামলা করেন।

মামলার বিষয়ে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘আশিক বিল্লাহকে আমি চিনি না। আমার মনে হয় তিনিও আমাকে চিনেন না। এরপরেও বুঝলাম ভদ্রলোকের মান আছে’।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer