Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৪ ১৪৩১, বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪

‘মানবতার সেবাই পরম ধর্ম’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৩৭, ২৩ জুলাই ২০১৪

আপডেট: ০০:০২, ২৪ জুলাই ২০১৪

প্রিন্ট:

‘মানবতার সেবাই পরম ধর্ম’

ঢাকা: মানুষ মানুষের জন্য, আর মানবতার সেবাই পরম ধর্ম। এমন স্লোগান নিয়ে আজ সারা বাংলাদেশে কিছু কিছু সমাজসেবী তরুণ সমাজ এগিয়ে এসেছে । তাদের দেখে অনেকে আজ এই সেচ্ছাসেবী কাজে আগ্রহী হচ্ছে। এমন একটি সংগঠন “তারুণ্যক” ।

খুব সামান্য কিছু তরুণ যুবক- যুবতী মিলে ফেসবুকে আলোচনা থেকে শুরু করে। আস্তে আস্তে তাদের আগ্রহ বাড়তে থাকে এবং ৩৫ সদস্য বিশিষ্ট একটা সংগঠন দাড় করায় তারা। তাদের মুল লক্ষ্য হচ্ছে সকল মানুষের মাঝে সমান ভাবে ভালবাসা বণ্টন করা এবং অসহায়, দুঃস্থ ও পথশিশুদের মুখে আনন্দের প্রকৃত হাসি এনে দেওয়া। সেই সুবাদে তারা তাদের সংগঠনের সদস্যদের মাসিক চাঁদা এবং কিছু সেচ্ছাসেবী মনা মানুষের সহযোগিতা ও সাহায্যে ঢাকাসহ বাংলাদেশের ৬ টি জেলায় অসহায়, দুঃস্থ, এতিম ও পথশিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করেন ।

তারা ঢাকা সহ কুষ্টিয়া, যশোর, খুলনা, কুমিল্লা ও বিঃ বাড়িয়া জেলায় মোট ১০০ জন অসহায় শিশুদের মাঝে ঈদের নতুন পোশাক বিতরণ করেন।

তারুণ্যক’ সংগঠনের সংগঠক রাইসুল আলম রবিন বলেন , “অনেক আগে থেকেই স্বপ্ন দেখতাম মানুষের পাশে দাঁড়াবো, তাদের সাহায্য করব কিন্তু কখনও কাউকে পেতাম না । আস্তে আস্তে যখন আমি ফেসবুকে প্রচারণা শুরু করলাম তখন অনেকের সাড়া পেলাম । সবাই আমাকে উৎসাহিত করতে লাগলো। সেই উৎসাহ থেকে শুরু তার পর আজকে সেই স্বপ্ন বাস্তবায়ন হওয়ায় আমি খুবই আনন্দিত।

তিনি বলেন, আমাদের সহকর্মীরা না থাকলে কখনই বাস্তবায়ন হত না। আমি আমার “তারুণ্যক” এর সকল সদস্য কে অনেক ধন্যবাদ জানাই। আশা করি আগামীতে আমরা অনেক দূর এগিয়ে যাব এবং প্রত্যেক জেলার গ্রাম-গঞ্জে গিয়ে অসহায়, দুঃস্থ মানুষের পাশে দাঁড়াবে আমাদের “তারুণ্যক”।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer