Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

মানবতাবিরোধী অপরাধের মামলায় রাজশাহীর টিপু রাজাকারের মৃত্যুদণ্ড

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১২:০৭, ১১ ডিসেম্বর ২০১৯

আপডেট: ১২:০৭, ১১ ডিসেম্বর ২০১৯

প্রিন্ট:

মানবতাবিরোধী অপরাধের মামলায় রাজশাহীর টিপু রাজাকারের মৃত্যুদণ্ড

ঢাকা : একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতের সাবেক নেতা রাজশাহীর মো. আবদুস সাত্তার ওরফে টিপু সুলতান ওরফে টিপু রাজাকারকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার বিচারপতি শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ রায় ঘোষণা করেন।

স্বাধীনতা যুদ্ধের সময় রাজশাহীর বোয়ালিয়া এলাকায় নিরীহ মানুষকে হত্যা, অপহরণ, নির্যাতন, লুটতরাজ, আটক ও অপহরণসহ বিভিন্ন মানবতাবিরোধী অপরাধের দুটি ঘটনায় জড়িত থাকার অভিযোগ ছিল এ আসামির বিরুদ্ধে। তার বিরুদ্ধে এ দুটি অভিযোগই প্রমাণিত হওয়ায় তাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer