Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৯ ১৪৩১, বুধবার ২৪ এপ্রিল ২০২৪

মাছের উৎপাদন বাড়াতে নানা পদক্ষেপ নিয়েছি: মন্ত্রী

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৩:১৫, ৬ মে ২০২১

আপডেট: ১৩:১৮, ৬ মে ২০২১

প্রিন্ট:

মাছের উৎপাদন বাড়াতে নানা পদক্ষেপ নিয়েছি: মন্ত্রী

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় দেশে ইলিশ ও অন্যান্য মাছের উৎপাদন বাড়াতে নানা পদক্ষেপ নিয়েছে বলে জানান মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম। এ বিষয়ে তিনি জানান, আমরা দেশে ইলিশ ও অন্যান্য মাছের উৎপাদন বাড়াতে নানা পদক্ষেপ নিয়েছি, এজন্য মাছ উৎপাদন ব্যাহতকারীদের কোনো ছাড় না দেওয়ার নির্দেশ দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম। 

বুধবার রাজধানীর গুলশানে নৌ পুলিশ সদর দপ্তরে নৌ পুলিশের কর্মকর্তাদের সঙ্গে মৎস্যসম্পদ সংরক্ষণ ও উন্নয়ন-সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশ দেন। নৌ পুলিশের ডিআইজি আতিকুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব রওনক মাহমুদ, অতিরিক্ত সচিব শ্যামল চন্দ্র কর্মকার ও মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক কাজী শামস্‌ আফরোজ।

সভায় মন্ত্রী জানান, মাছ ধরা বন্ধ থাকাকালে ভিজিএফ সহায়তার পাশাপাশি জেলেদের জন্য বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে। এসব পদক্ষেপের ফলে মাছ উৎপাদনে বৈপ্লবিক পরিবর্তন এসেছে। এ সাফল্যের পথে কেউ বাধা সৃষ্টি করতে চাইলে তাদের ছাড় দেওয়া হবে না, কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer