Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৬ ১৪৩১, শনিবার ২০ এপ্রিল ২০২৪

মাইক বাজিয়ে কর্মচারীদের আন্দোলন : শিক্ষা কার্যক্রম বিঘ্নিত

আতিকুর রহমান, বাকৃবি প্রতিনিধি

প্রকাশিত: ১৯:২৪, ৩০ ডিসেম্বর ২০১৯

আপডেট: ১৯:২৪, ৩০ ডিসেম্বর ২০১৯

প্রিন্ট:

মাইক বাজিয়ে কর্মচারীদের আন্দোলন : শিক্ষা কার্যক্রম বিঘ্নিত

ছবি: বহুমাত্রিক.কম

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) পাঁচ দফা দাবিসহ বৈষম্য ও ২য় পর্যায়োন্নয়ন বাস্তবায়নের লক্ষ্যে কর্মবিরতি দিয়ে আন্দোলনে নেমেছে বিশ্ববিদ্যালয়ের কর্মচারী ঐক্য পরিষদ। কয়েকদিন যাবৎ চলমান আন্দোলনে উচ্চ শব্দে মাইক বাজানোয় বিঘ্নিত হচ্ছে শিক্ষা কার্যক্রম।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ অনুষদেরই চলছে সেমিস্টার ফাইনাল পরীক্ষা। চলমান আন্দোলনে উচ্চ শব্দে মাইক বাজানোয় পরীক্ষায় শিক্ষার্থীদের সমস্যার পাশাপাশি বিঘিœত হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম।

এর আগেও একই দাবি নিয়ে পূর্ণদিবস কর্মবিরতির মাধ্যমে আন্দোলন করে কর্মচারী ঐক্য পরিষদ। তাদের দাবিগুলো হলো, অস্থায়ী মৌসুমি কর্মচারীদের চাকরি স্থায়ী করা, শিক্ষকদের মতো চাকরির বয়সসীমা ৬৫ বছর পর্যন্ত কার্যকর করা, নিরাপত্তাকর্মীদের সাপ্তাহিক দুই দিন ছুটি কার্যকর করতে হবে অথবা একদিনের সমপরিমান অর্থ প্রদান করা, পূর্বের ন্যায় বিশ্ববিদ্যালয়ে চাকরি ও নতুন ছাত্র-ছাত্রী ভর্তির ক্ষেত্রে পোষ্য ও আঞ্চলিক কোটা চালু করা, যেসব কর্মচারীদের দ্বিতীয় পর্যায়োন্নয়ন (আপগ্রেডেশন) হয়েছে তাদের পাওনা প্রদান করা।

আন্দোলনে মাইক বাজিয়ে বিভিন্ন স্লোগান ও বক্তব্য দেয় নেতাকর্মীরা। এছাড়া কেন্দ্রীয় গ্রন্থাগারের পাশেই সমাবেশের আয়োজন করায় অতিরিক্ত শব্দে শিক্ষার্থীদের পড়ালেখায় সমস্যা হচ্ছে বলেও অভিযোগ করেছে শিক্ষার্থীরা। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও শিক্ষার্থীরা ক্ষোভ জানিয়েছে।

তানিউল করিম জীম নামের এক শিক্ষার্থী অভিযোগ করে বলেন, বেশ কয়েকদিন ধরেই উচ্চস্বরে মাইক বাজিয়ে আন্দোলন করছে বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা। পরীক্ষা চলাকালীন সময়ে আন্দোলন শুরু হওয়ায় আমাদের পরীক্ষা দিতে খুরই অসুবিধা হয়। এ বিষয়ে অতিশীঘ্রই প্রশাসনের যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত।

আন্দোলনের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য মো. জসিমউদ্দিন খান বলেন, একটি নিয়োগ প্রক্রিয়া চলছে। সেটি বিশ্ববিদ্যালয়ের নিয়মানুযায়ী হচ্ছে। সরকারি নিয়ম-নীতির বাইরে কোনো কিছুই সম্ভব নয়। যেকোনো যৌক্তিক দাবি মেনে নেওয়া হবে বলে তাদের জানানো হয়েছে।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer