Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৫ ১৪৩১, শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪

মহামারির মধ্যেও দেশের মানুষের আয় বেড়েছে: অর্থমন্ত্রী

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১২:৫৫, ২০ জানুয়ারি ২০২১

প্রিন্ট:

মহামারির মধ্যেও দেশের মানুষের আয় বেড়েছে: অর্থমন্ত্রী

করোনা মহামারির মধ্যেও দেশের অর্থনৈতিক উন্নয়নের গতিধারা থেমে নেই বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।তিনি বলেন, চলমান মহামারির মধ্যেও দেশের মানুষের মাথাপিছু আয় বেড়েছে। বর্তমানে মাথা পিছু আয় ২০৬৬ মার্কিন ডলার।

বুধবার সকালে জাতীয় সংসদের অধিবেশনে ২০১৯-২০২০ অর্থবছরের জাতীয় বাজেটের অগ্রগতির প্রতিবেদন তুলে ধরে এ কথা বলেন তিনি।

অর্থমন্ত্রী বলেন, করোনা ভাইরাস পরিস্তিতি মোকাবিলায় সরকার ২৩টি প্রণোদনা প্যাকেজ ঘোষণা করে। এর মোট পরিমাণ ১ লাখ ২৪ হাজার ৫৩ কোটি টাকা। জিডিপির হার ক্রমাগত বেড়েছে। কোভিড-১৯ এর কারণে কিছুটা স্লথ হয়েছে। তারপরও এশিয়ার অনেক দেশের চেয়ে আমাদের জিডিপি অনেক ভালো।

তিনি বলেন, বর্তমানে জিডিপি ৫.২৪ শতাংশ। মাথাপিছু আয়ও বেড়েছে, বর্তমানে মাথা পিছু আয় ২০৬৬ মার্কিন ডলার। আমাদের রফতানি আয় ৪৩ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হয়েছে।

আমাদের অভীষ্ট লক্ষ্য ২০৪১ সালে উন্নত অর্থনীতির দেশে উপনীত হওয়া। আমাদের লক্ষ্য হলো ওই সময়ে উন্নত অর্থনীতির দেশে উন্নীত হওয়া। আমরা খুব শিগগিরই অনুন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিণত হব, যোগ করেন অর্থমন্ত্রী।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer