Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৪ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

মহাদেবপুরে আদিবাসী সাংস্কৃতিক অনুষ্ঠান

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত: ০০:১৫, ১৬ আগস্ট ২০১৭

আপডেট: ২০:৪২, ৭ সেপ্টেম্বর ২০১৭

প্রিন্ট:

মহাদেবপুরে আদিবাসী সাংস্কৃতিক অনুষ্ঠান

ছবি: বহুমাত্রিক.কম

নওগাঁ : নওগাঁর মহাদেবপুরে আদিবাসীদের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা আশ্রয় এর আমাদের প্রকল্প ও ইকুইটি প্রকল্পের সহযোগিতায় বুধবার বিশ্ব আদিবাসী দিবস উদ্যাপন উপলক্ষে সরস্বতীপুর উচ্চ বিদ্যালয় মাঠে এ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সাংসদ ছলিম উদ্দিন তরফদার সেলিম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুস সাত্তার নান্নু। এদিকে বিশ্ব আদিবাসী দিবস পালন উপলক্ষে বুধবার উপজেলার রাইগাঁ বাজারে কারিতাসের আইসিডি প্রকল্পের সহযোগিতায় আদিবাসী গ্রাম সংহঠনের উদ্যোগে আদিবাসী সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

কারিতাসের মাঠ কর্মকর্তা হোসান্না হাসদার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাইগাঁ ইউপি চেয়ারম্যান মুনজুরুল আলম মুনজু। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী শিল্পীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer