Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ২ ১৪৩১, মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪

মসুলে আল নূরি মসজিদ পুনঃনির্মাণে ভিত্তিপ্রস্তর স্থাপন

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৮:৫৪, ১৭ ডিসেম্বর ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

মসুলে আল নূরি মসজিদ পুনঃনির্মাণে ভিত্তিপ্রস্তর স্থাপন

ঢাকা : ইরাকের মসুল শহরে আল-নূরি মসজিদ পুনঃনির্মাণে ভিত্তি স্থাপন করেছে দেশটির ধর্মীয় নেতারা, যা ২০১৭ সালে ইসলামিক স্টেট জঙ্গিদের সাথে যুদ্ধে উড়িয়ে দেয়া হয়েছিল।

মসজিদটি আল-নূরির দ্য গ্রেট মসজিদ নামেও পরিচিত এবং ১২ শতাব্দীতে এটি নির্মিত হয়েছিল।২০১৪ সালে মসজিদটিতে আইএসএ নেতা আবু বকর আল-বাগদাদি খেলাফত প্রতিষ্ঠা ঘোষণা করেছিলেন।

গত বছর চরমপন্থীদেরকে পরাজিত করে শহরটি পুনঃউদ্ধার করে ইরাকী বাহিনী, কিন্তু মসুলে একটি ভয়ঙ্কর যুদ্ধে আল-নূরি মসজিদটি ধ্বংস হয়।মসজিদটির ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে দেশি-বিদেশি বহু সম্মানিত ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এছাড়া রবিবার সেখানে ইরাকের সুন্নি প্রধান আব্দুল আযেফ আল-হুমায়িম এক সভা করেন।

সংযুক্ত আরব আমিরাত মসজিদটি পুনঃনির্মাণের জন্য ৫০.৪ মিলিয়ন ডলার দান করেছে। আর এটি নির্মাণ করতে পাঁচ বছর সময় নেয়া হয়েছে।

ইউ.এন.বি নিউজ  

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer