Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১০ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

মরিচাতে ক্ষয়ে যেতে শুরু করেছে চাঁদ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:২৯, ৫ সেপ্টেম্বর ২০২০

প্রিন্ট:

মরিচাতে ক্ষয়ে যেতে শুরু করেছে চাঁদ

চন্দ্রপৃষ্ঠে এক অদ্ভূত রহস্যের খোঁজ পেলেন মহাকাশ বিজ্ঞানীরা। বিজ্ঞানীরা জানাচ্ছেন পানি-অক্সিজেন ছাড়াই মরিচা ধরছে চাঁদের গায়ে। আর তা হালআমলের ঘটনা নয়। বহু কোটি বছর ধরেই মরিচাতে ক্ষয়ে যেতে শুরু করেছে চাঁদ। আনন্দবাজার।

সম্প্রতি ভারতীয় স্পেস রিসার্চ অর্গানাইজেশনের (ইসরো) চন্দ্রাযাণ-১ কক্ষপথের তথ্য পর্যালোচনা করার সময় বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে বলে জানা গেছে।

যুক্তরাষ্ট্রের হাওয়াই বিশ্ববিদ্যালয়ের শীর্ষস্থানীয় গবেষক শুই লি চন্দ্রাযাণ-১-এর মুন মিনারোলজি ম্যাপার যন্ত্র বা এম-৩ থেকে প্রাপ্ত তথ্য থেকে চন্দ্রাযাণের পানির বিষয়ে বিশদ গবেষণা চালান।

তখনই চন্দ্রপৃষ্ঠে মরিচা ধরার বিষয়টি সামনে আসে। কিন্তু চাঁদের অক্সিজেন বা পানির পর্যাপ্ত উপস্থিতি ছাড়াই কীভাবে এ অবস্থা তৈরি হল, তা ভেবেই অবাক হয়ে যাচ্ছেন বিজ্ঞানীরা।

শুই লি’র নয়া গবেষণাপত্রটি পিয়ার রিভিউ জার্নাল সায়েন্স অ্যাডভান্সে প্রকাশিত হয়েছে। তবে গবেষকদের ধারণা, চন্দ্রপৃষ্ঠে হেমাইটাইটের উপস্থিতি ও হাইড্রোজেন রাসায়নিক বিক্রিয়ার কারণেই এই অদ্ভূত অবস্থার সৃষ্টি হতে পারে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer