Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৪ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

মমতার মন্ত্রিসভার শপথ সোমবার

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২৩:০৯, ৯ মে ২০২১

প্রিন্ট:

মমতার মন্ত্রিসভার শপথ সোমবার

ভারতের পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রিসভার শপথগ্রহণ সোমবার । কোভিড পরিস্থিতিতে অনাড়ম্বর শপথগ্রহণ অনুষ্ঠান হবে রাজভবনে। স্থানীয় সময় বেলা পৌনে ১১টার সময়ে শপথ নেবেন মন্ত্রীরা। খবর আনন্দবাজার পত্রিকার।

গত বুধবারই মুখ্যমন্ত্রী হিসেবে তৃতীয়বার শপথ নিয়েছেন মমতা। এবার ৪৩ জন মন্ত্রীর তালিকা রাজভবনে জমা দিলেন তিনি। এর মধ্যে পূর্ণমন্ত্রী ২৪ জন। বাকি ১৯ জন প্রতিমন্ত্রীর মধ্যে ১০ জন পাচ্ছেন স্বাধীন দফতর।

অনেককে নিয়ে জল্পনা থাকলেও বেশ কিছু নতুন মুখ রয়েছে নতুন মন্ত্রিসভায়। রোববার যে তালিকা পাঠানো হয়েছে, তাতে পুরনো মন্ত্রীরা অনেকেই থাকছেন। সেই সঙ্গে এবার ১৬ জন নতুন মুখ দেখা যাবে। আবার নির্বাচনে প্রার্থী না হলেও মন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন সাবেক অর্থমন্ত্রী অমিত মিত্র।

অন্যদিকে, কামারহাটি বিধানসভা আসনে জয় পেলেও তালিকায় নাম নেই রাজ্যের সাবেক পরিবহন মন্ত্রী মদন মিত্রের। বাদ পড়েছেন গত মন্ত্রিসভার দুই সদস্য তাপস রায় ও নির্মল মাঝি।

এবারের মন্ত্রিসভায় নতুন মুখ হচ্ছেন- বঙ্কিম হাজরা, রথীন ঘোষ, পুলক রায়, বিপ্লব মিত্র, হুমায়ুন কবীর, অখিল গিরি, রত্না দে নাগ, বুলুচিকি বরাইক, দিলীপ মণ্ডল, আক্রুজ্জমান, শিউলি সাহা, শ্রীকান্ত মাহাত, বীরবাহা হাঁসদা, জ্যোৎস্না মান্ডি, পরেশ অধিকারী, মনোজ তিওয়ারি।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer