Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৪ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

মন্ত্রিসভায় সম্প্রচার নীতিমালা-২০১৮’র খসড়া অনুমোদন

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৭:১৩, ১৫ অক্টোবর ২০১৮

আপডেট: ১৭:১৪, ১৫ অক্টোবর ২০১৮

প্রিন্ট:

মন্ত্রিসভায় সম্প্রচার নীতিমালা-২০১৮’র খসড়া অনুমোদন

ছবি- পি আই ডি

ঢাকা : ৭ সদস্যের কমিশন গঠনের বিধান রেখে সম্প্রচার নীতিমালা-২০১৮ এর খসড়ায় অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ নীতিমালা অনুমোদন দেয়া হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম সাংবাদিকদের জানান, দেশের সম্প্রচার ব্যবস্থা শক্তিশালী ও গতিশীল করতেই এ নীতিমালা প্রণয়ন করা হয়েছে।

নতুন সম্প্রচার নীতিমালায় লাইসেন্স কিংবা নিবন্ধন প্রদানে নির্দেশনা প্রদানসহ সম্প্রচার মাধ্যমের মত প্রকাশের ক্ষেত্রে আন্তর্জাতিক মানদণ্ড বজায় রাখতে কাজ করবে সম্প্রচার কমিশন।

এছাড়া বৈঠকে গণমাধ্যমকর্মী চাকরি শর্তাবলী আইন ২০১৮ এর খসড়ায় নীতিগত অনুমোদন দেয়া হয়।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer