Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

মধ্যপ্রাচ্যের প্রথম বাংলাদেশি নারী রাষ্ট্রদূত নাহিদা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২১:৫৬, ৩১ ডিসেম্বর ২০১৯

প্রিন্ট:

মধ্যপ্রাচ্যের প্রথম বাংলাদেশি নারী রাষ্ট্রদূত নাহিদা

ঢাকা : নাহিদা সোবহানকে জর্ডানে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। গোটা মধ্যপ্রাচ্যে তিনিই প্রথম বাংলাদেশি নারী রাষ্ট্রদূত। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নাহিদা বর্তমানে পররাষ্ট্র মন্ত্রণালয়ে জাতিসংঘ অনুবিভাগের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

১৫ ব্যাচের পররাষ্ট্র ক্যাডারের অফিসার নাহিদা সোবহান। চাকরি জীবনে তিনি রোম, জেনেভা ও কলকাতা মিশনে কাজ করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী তিনি। ফ্রেঞ্চ ভাষায় কথা বলতে পারেন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer