Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

মঙ্গলবার থেকে টিসিবি`র পণ্য বিক্রি শুরু

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৬:৫৯, ২২ এপ্রিল ২০১৯

প্রিন্ট:

মঙ্গলবার থেকে টিসিবি`র পণ্য বিক্রি শুরু

ঢাকা : আসন্ন পবিত্র রমজান উপলক্ষে মঙ্গলবার থেকে সারা দেশে ন্যায্যমূল্যে তিনটি নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রয় শুরু করবে রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

নিত্যপ্রয়োজনীয় পণ্য তিনিটির মধ্যে রয়েছে- সয়াবিন তেল, ডাল ও চিনি।

টিসিবি তথ্য কর্মকর্তা হুমায়ুন কবির সোমবার ইউএনবিকে জানান, বিক্রি শুরু করতে তারা ইতিমধ্যে সবধরনের প্রস্তুতি সম্পন্ন করেছেন।

তিনি বলেন, ‘রাজধানী ঢাকাসহ সারাদেশে মঙ্গলবার থেকে পণ্য বিক্রি শুরু করবো। খুচরা বাজারের তুলনায় আমরা অনেক কম মূল্যে বিক্রি করবো।’

আসন্ন রমজানে দেড় হাজার মেট্রিক টন ছোলা এবং ১০০ মেট্রিক টন খেজুর বিক্রি করা হবে বলেও জানান টিসিবি’র এ মুখপাত্র।

‘আমরা সারা বছরই তেল ও চিনি বিক্রি করি। তাই আমাদের কাছে এসব পণ্যের স্টক পর্যাপ্ত রয়েছে। পণ্যের মূল্যসহ বিস্তারিত তথ্য আমরা পরবর্তীতে জানিয়ে দেবা’, যোগ করেন তিনি।

হুমায়ুর কবির আবারও বলেন, ‘চাহিদার চেয়ে দই/তিন গুণ তেল ও ডালের মজুদ রয়েছে। আশা করছি ক্রেতারা তাদের প্রয়োজন অনুযায়ী পণ্য পাবে।’

আগামী মঙ্গলবার থেকে শুরু হওয়া এ বিক্রি রমজানের শেষ দিন পর্যন্ত চলবে বলেও জানান তিনি।

ইউ.এন.বি নিউজ 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer