Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

মঙ্গলবার কূটনীতিকদের সঙ্গে বসছে বিএনপি

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৬:৪১, ৫ ডিসেম্বর ২০২২

আপডেট: ১৬:৫২, ৫ ডিসেম্বর ২০২২

প্রিন্ট:

মঙ্গলবার কূটনীতিকদের সঙ্গে বসছে বিএনপি

১০ ডিসেম্বরের সমাবেশকে কেন্দ্র করে দেশের সবশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কূটনীতিকদের সঙ্গে আগামীকাল বৈঠক করবে বিএনপি। এ জন্য ঢাকায় বিদেশি সব দূতাবাসসহ জাতিসংঘ ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাকেও আমন্ত্রণ জানানো হয়েছে। মঙ্গলবার বিকাল ৩টায় রাজধানীর হোটেল লেকশোর-এ এই বৈঠক হবে বলে বিএনপির একটি সূত্র নিশ্চিত করেছে।

সূত্র জানায়, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন ইস্যু অবহিত করতে এ বৈঠক। বিশেষ করে আগামী ১০ ডিসেম্বর ঢাকায় বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতি সম্পর্কে কূটনীতিকদের অবহিত করা হবে। সারাদেশে পুলিশের বিশেষ অভিযান, `গায়েবি` মামলা, ঢাকার গণসমাবেশকে কেন্দ্র করে গণগ্রেফতার, বাসায় বাসায় তল্লাশি, গণসমাবেশের ভেন্যু প্রসঙ্গসহ নানা ইস্যু সম্পর্কে কূটনীতিকদের জানানো হবে।

এসব বিষয় লিখিত আকারে জানানোর পাশাপাশি বিএনপি নেতারা তাদের বক্তব্যেও তুলে ধরবেন। এ বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত থাকবেন। 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer