Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৫ ১৪৩১, শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪

মঈনুল হোসেনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৫:৩৩, ২১ অক্টোবর ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

মঈনুল হোসেনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ঢাকা : জামালপুরে যুব মহিলা লীগ নেত্রীর দায়ের করা ২০ হাজার কোটি টাকার মানহানি মামলায় ব্যারিস্টার মঈনুল হোসেনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

রোববার সকালে জামালপুর সদর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে যুব মহিলা লীগের জামালপুর শাখার আহবায়ক ফারজানা ইয়াসমিন লিটা বাদী মামলাটি দায়ের করেন।

মামলায় উল্লেখ করা হয়, গত ১৬ অক্টোবর একাত্তর টিভির একাত্তর জার্নাল নামে একটি টকশোতে প্রখ্যাত সাংবাদিক মাসুদা ভাট্টিকে অবমাননা করে বক্তব্য দেন মঈনুল হোসেন। যার মাধ্যমে নারীদের মর্যাদাকে হেয় করা হয়েছে। তার বক্তব্য মানহানিকর।

মামলায় ২০ হাজার কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করা হয়েছে। আদালতের বিচারক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সোলায়মান কবির মামলাটি গ্রহণ করে ব্যারিস্টার মঈনুল হোসেনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer