Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

ভেনিজুয়েলায় ৭ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৫:৩০, ২২ আগস্ট ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

ভেনিজুয়েলায় ৭ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প

ঢাকা : ভেনিজুয়েলার পূর্বাঞ্চলীয় উপকূলে বড় ধরনের ভূমিকম্প হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে ৭ দশমিক ৩ মাত্রার এ ভূমিকম্পটি হয়।

রয়টার্স জানায়, ভূমিকম্পে ভেনিজুয়েলার রাজধানী কারাকাস, প্রতিবেশী দেশ কলম্বিয়ার রাজধানী বোগোতার ভবনগুলোও কেঁপে ওঠে। তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন ভেনেজুয়েলার কর্মকর্তারা।

শক্তিশালী ভূমিকম্প সত্ত্বেও ওপেক সদস্য দেশটির রিফাইনারিগুলো ও তেল ক্ষেত্রগুলোতে স্বাভাবিক কার্যক্রম বজায় ছিল বলে দেশটির রাষ্ট্রীয় তেল কোম্পানি পিডিভিএসএ-র দু`টি সূত্র রয়টার্সকে জানিয়েছে।

ভূমিকম্পে কারাকাসে সীমিত ক্ষয়ক্ষতি হয়েছে। ‘টাওয়ার অব ডেভিড’ নামে শহরের ৪৫তলা পরিত্যক্ত একটি আকাশচুম্বি ভবনের শীর্ষ পাঁচটি তলা কাত হয়ে গেছে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী নেস্তর রেভেরল।

 

 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer