Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

ভেনিজুয়েলায় সরকারের সাথে আলোচনার জন্য প্রতিনিধি পাঠাবেন গুয়াইদো

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:৩৩, ২৬ মে ২০১৯

প্রিন্ট:

ভেনিজুয়েলায় সরকারের সাথে আলোচনার জন্য প্রতিনিধি পাঠাবেন গুয়াইদো

ঢাকা : ভেনিজুয়েলার বিরোধীদলীয় নেতা জুয়ান গুয়াইদো শনিবার বলেছেন, নরওয়ের নেতৃত্বে মধ্যস্থতা প্রচেষ্টার অংশ হিসেবে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সরকারের সঙ্গে আলোচনা করতে তিনি অসলোতে একটি প্রতিনিধিদল পাঠাবেন। আগামী সপ্তাহে দুপক্ষের মধ্যে এই সরাসরি বৈঠক হতে যাচ্ছে।

গত সপ্তাহে ভেনিজুয়েলার বিবদমান দুপক্ষ নরওয়ের রাজধানীতে পৃথকভাবে সফরে যায়। এ সময় তাদের মধ্যে বৈঠক হয়নি।গুয়াইদো বলেন, ‘আমার প্রতিনিধিদল নরওয়ে সরকার ও ভেনিজুয়েলা সরকারের প্রতিনিধিদের সাথে বৈঠকে বসবে।’

গুয়াইদোকে যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশ ভেনিজুয়েলার অন্তবর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দিয়েছে।

তিনি আরো বলেন, ডেপুটি পার্লামেন্ট স্পিকার স্ট্যালিন গঞ্জালেজ ও সাবেক ডেপুটি গেরারদো ব্লিদে বিরোধীদলীয় প্রতিনিধিদলের নেতৃত্বে দিবেন।
তারা দু’জনেই নরওয়ের সাথে প্রথমিক বৈঠকে ছিলেন।

 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer