Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৪ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

‘ভুলে ভরা পিবিআই প্রতিবেদন’ পুনঃতদন্ত চান সালমান ভক্তরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৯:৪৪, ২৯ ফেব্রুয়ারি ২০২০

প্রিন্ট:

‘ভুলে ভরা পিবিআই প্রতিবেদন’ পুনঃতদন্ত চান সালমান ভক্তরা

ছবি: বহুমাত্রিক.কম

কালজয়ী চিত্রনায়ক সালমান শাহ রহস্যজনক মৃত্যুর পর কেটে গেছে বহু বছর। তবু কোটি ভক্তের হৃদয়ে তাকে ঘিরে ভালোবাসা এতোটুকু কমেনি। কিন্তু বাংলা চলচ্চিত্রের এই মহানায়কের মৃত্যু রহস্যের কিনারা হয়নি আজও।

সম্প্রতি পুলিশের বিশেষায়িত তদন্ত সংস্থা পিবিআই সালমান শাহ’র মৃত্যু নিয়ে দীর্ঘ তদন্তের প্রতিবেদন প্রকাশ্যে এনেছে। কিন্তু এই প্রতিবেদনে সত্যের প্রতিফলন ঘটেনি দাবি করে পুনঃতদন্তের দাবিতে আন্দোলনে সরব রয়েছে তাঁর অগণিত ভক্ত। শুক্রবার সালমান ভক্তরা জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচিতে ‘পিবিআই’র ভুলে ভরা প্রতিবেদন’ প্রত্যাহার করে নতুন করে তদন্তের মাধ্যমে প্রকৃত রহস্য উন্মোচনে ২৮টি যুক্তিও তুলে ধরেছেন।

সালমান ভক্তদের পক্ষ থেকে কবি ও সাংস্কৃতিককর্মী সাজিদ হাসান কামাল বলেন, ‘পিবিআই দেশের অনেক বড় ও স্পর্শকাতর মামলায় স্বচ্ছ প্রতিবেদন প্রকাশ করে প্রশংসিত হয়েছে। সেই শ্রদ্ধা ও আন্তরিকতা থেকে সারা দেশে সালমান ভক্তগণ পিবিআইকে অনুরোধ জানাচ্ছে, তারা যেন আমাদের প্রাণের নায়কের মৃত্যরহস্য উন্মোচনে ফের তদন্ত করে।’

মানববন্ধনে অংশ নেওয়া সালমান ভক্ত সানজিদা আক্তার বলেন, ‘সালমান শাহ আমাদের একজন পছন্দের নায়ক। নায়ক হিসেবে নয় দেশের একজন সাধারণ মানুষ হিসেবে তার প্রতিবেদনটি পুনঃ তদন্ত করা হোক। কারণ প্রতিবেদনে যে বিষয়গুলো উল্লেখ করা হয়েছে সেগুলো ত্রুটিপূর্ণ।’

মানববন্ধনে পিবিআই কর্মকর্তা বনজ কুমার মজুমদার এর প্রতিবেদন ভুলে ভরা উল্লেখ করে ভক্ত সমাজের পক্ষ থেকে ২৮টি যুক্তি তুলে ধরা হয়। যুক্তিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে— 

মামলার চার্জশিটে অন্তর্ভুক্ত আসামিদের গ্রেপ্তার করে রিমান্ডে জিজ্ঞাসাবাদের অনুমতি চাইলেন না কেন আদালত; র‌্যাবের তদন্ত কেন স্থগিত করা হলো; চার বছরের তদন্তে ৪৪ জন সাক্ষীর জবানবন্দি নেয়া হয়েছে কিন্তু তার মা নীলা চৌধুরী ও ভাই শাহরানের পুনরায় জবানবন্দি নিলো না কেন; যেখানে পিবিআই কর্মকর্তা বলতে পারেন না মামলাটি কত বছরের পুরনো সেখানে তাদের প্রতিবেদন কতটুকু সঠিক প্রশ্ন থেকে যায়; তদন্তে যাদেরকে সালমানের বন্ধু হিসেবে বলা হয়েছে তারা কেউই সালমান শাহ বন্ধু নয়, সবাই সামিরার আত্মীয়-স্বজন; মেডিকেল রিপোর্ট এর সাথে মিল রেখে কর্মকর্তা বলেন মারা যাওয়ার সময় সকাল সাতটা থেকে দশটা অথচ সামিরা বলেছিল দশটার পরেও সালমান শাহ এর সাথে তাদের কথা হয়েছে; সামিরা বলেছিল শাবনুর সে রাতে কল করেছিল, কিন্তু শাবনূর বলেছিল সে রাতে আমি কল দেই নি। তৎকালীন তদন্তে সালমান শাহর সিটিসেল নাম্বারের আউটগোয়িং কল লিস্ট তদন্ত করেছিল সিআইডি। সেটি সেখানে শাবনূরকে কল করার কোনো তথ্য পাওয়া যায়নি; সালমান শাহ বাবা হতে পারবেন না এমন কোন মেডিকেল রিপোর্ট আপনারা দেখে কিভাবে এই ভিত্তিহীন কথা বললেন; নীলা চৌধুরী ২১ দফার উত্তরগুলো কি আপনাদের প্রতিবেদনে প্রকাশ হয়েছিল; প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের কিছু প্রশ্ন করতে চেয়েছিল। কিন্তু তাদেরকে কোন কথা বলার সুযোগ দেওয়া হলো না কেন।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer