Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৬ ১৪৩১, শনিবার ২০ এপ্রিল ২০২৪

ভুটানকে ১০ উইকেটে হারাল বাংলাদেশ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৩:৪১, ৬ ডিসেম্বর ২০১৯

প্রিন্ট:

ভুটানকে ১০ উইকেটে হারাল বাংলাদেশ

ঢাকা : এসএ গেমসে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভুটানকে ১০ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। ভুটানের দেওয়া ৭৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে টাইগারদের ওপেনার সৌম্য সরকারের ঝড়ো ফিফটিতে ভুটানকে বড় ব্যবধানে হারায় বাংলাদেশ। আরেক ওপেনার নাঈম শেখ করেন ১৩ রান। ম্যাচ সেরা হয়েছেন সৌম্য সরকার।

কিরিটিপুর ত্রিভুবন বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক ক্রিকেট গ্রাউন্ডে সকালে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভুটান অধিনায়ক থিমলে জামসো। তবে, অধিনায়কের সিদ্ধান্তের যথার্থতা প্রমাণ করতে পারেনি তার ব্যাটাররা। ৫০ রানেই ৪ উইকেট হারিয়ে বসে তারা।

এরপর বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে খুব বেশি উইকেট না হারালেও রানের গতি কমে যায় ভুটানের। ২০ ওভারে ৬৯ রানেই থামতে হয় তাদের। বাংলাদেশের পক্ষে ২ উইকেট নেন পেসার মানিক খান দুর্জয়। জবাবে, ব্যাট করতে নেমে উড়ন্ত সূচনা পায় বাংলাদেশ। নাঈম শেখ এবং সৌম্য সরকারের ব্যাটিং ঝড়ে উড়ে যায় ভুটানি বোলাররা। ৪১ বলেই ম্যাচ শেষ করে দেয় ইমার্জিং টাইগাররা। ২৮ বলে ফিফটি হাঁকান সৌম্য সরকার। আর ১৬ রানে অপরাজিত থাকেন নাঈম শেখ। শনিবার পরের ম্যাচে নেপালের বিপক্ষে খেলবে টাইগাররা।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer