Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৬ ১৪৩১, শনিবার ২০ এপ্রিল ২০২৪

ভিডিও কনফারেন্সের মাধ্যমে নির্বাচনী প্রচারণায় শেখ হাসিনা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২২:০১, ১৮ ডিসেম্বর ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

ভিডিও কনফারেন্সের মাধ্যমে নির্বাচনী প্রচারণায় শেখ হাসিনা

ঢাকা : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নির্বাচিত হলে দেশের মানুষের জীবনমান উন্নত হবে মন্তব্য করে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ৩০ ডিসেম্বর নৌকায় ভোট দিয়ে দেশের উন্নয়নে ধারাবাহিকতা রাখার আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবারবিকেলে ঢাকার ধানমন্ডির সুধাসদন থেকে প্রথমবারের মতো ভিডিও কনফারেন্সের মাধ্যমে বান্দরবান ও কিশোরগঞ্জে নির্বাচনী জনসভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

ভিডিও কনফারেন্সের এ নির্বাচনীয় জনসভায় আওয়ামী লীগ সভাপতি প্রথমে নতুন ভোটারদের কথা শুনেন।

পরে জনসভায় দেয়া বক্তব্যে দলীয় প্রধান, আওয়ামী লীগ সরকারের নেয়া উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে বলেন, আওয়ামী লীগই একমাত্র দেশের মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করে। তিনি বলেন, তার সরকার দেশের শিক্ষা, স্বাস্থ্য, তথ্য-প্রযুক্তি যোগাযোগ ব্যবস্থাসহ সর্বক্ষেত্রে উন্নয়ন করেছে।

একারণে দেশের এই অগ্রযাত্রা ধরে রাখতে আগামী নির্বাচনেও নৌকা মার্কায় ভোট চান তিনি।

এসময় দলীয় প্রধান সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে নৌকার বিজয় নিশ্চিত করার আহ্বান জানান।

আগামী বার নির্বাচিত হলেও সমগ্র দেশকে উন্নত-সমৃদ্ধ করার পাশাপাশি বান্দরবান ও কিশোরগঞ্জকে নিজ নিজ সম্পদে উন্নত অঞ্চল হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন শেখ হাসিনা।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer