Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৩ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

ভাস্কর্য নিয়ে যারা হৈচৈ করেন, তারা মতলববাজ: মতিয়া

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৬:০৩, ২৬ নভেম্বর ২০২০

প্রিন্ট:

ভাস্কর্য নিয়ে যারা হৈচৈ করেন, তারা মতলববাজ: মতিয়া

ছবি- সংগৃহীত

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, ‘ভাস্কর্য নিয়ে যারা হৈচৈ করেন, তারা মূলত মতলববাজ। এরা রেললাইন উপড়ে ফেলেছে, বাসে আগুন দিয়েছে। এরাই আবার এক সময় বলবে নারীদের লেখাপড়া করানো যাবেনা।’

ভাস্কর্য নিয়ে হৈচৈ করে মাঠ গরম করা যাবে না উল্লেখ করে তিনি বলেন, ‘তারা এটাও বলুক ছবি তোলা যাবে না। ছবি তোলা না গেলে পাসপোর্ট, ভিসা এমনকি হজ্বও করা যাবে না। হজ্বের বিরুদ্ধে তারা ফতোয়া দিক।’

বুধবার দুপুরে নিজ নির্বাচনী এলাকা শেরপুরেরে নালিতাবাড়ী উপজেলার পলাশিকুড়া জনতা উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে সৌরবাতি বিতরণকালে মতিয়া চৌধুরী এসব কথা বলেন।

উপস্থিত সকলকে গুজবে কান না দিয়ে দেশকে সুন্দর করে গড়ে তোলার আহ্বান জানান। অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে মতিয়া চৌধুরী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবাইকে পড়ালেখা করার সুযোগ করে দিয়েছেন। কিন্তু ফলাফল ভালো করার দায়িত্ব তোমাদের।’

এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম, এএসপি সার্কেল জাহাঙ্গীর আলম, পৌর মেয়র আবুবক্কর সিদ্দিক, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলামসহ স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় আওয়ামী লীগের নেতারা।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer