Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৬ ১৪৩১, শনিবার ২০ এপ্রিল ২০২৪

ভারী বৃষ্টির কারণে রানওয়ে থেকে পিছলে যায় উড়োজাহাজটি

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:১৩, ৮ আগস্ট ২০২০

প্রিন্ট:

ভারী বৃষ্টির কারণে রানওয়ে থেকে পিছলে যায় উড়োজাহাজটি

ভারী বৃষ্টির কারণে ভারতের কালিকটের কোঝিকোড বিমানবন্দরে ১৯০ জন যাত্রী নিয়ে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের উড়োজাহাজটি অবতরণ করার সময় রানওয়ে থেকে ছিটকে যায় বলে জানিয়েছেন কেরালা রাজ্যের বনমন্ত্রী কে রাজু।

দুর্ঘটনার বিষয়ে কেরালার বনমন্ত্রী রাজু বলেন, শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৪১ মিনিটে এই দুর্ঘটনা ঘটে। ভারী বৃষ্টির কারণে উড়োজাহাজটি রানওয়ে থেকে ছিটকে গিয়ে একটি দেয়ালে ধাক্কা খায়। আর এর পরই বিমানটি দু টুকরা হয়।

ভারতের রাষ্ট্রায়ত্ত্ব উড়োজাহাজ সংস্থা এয়ার ইন্ডিয়ার সহযোগী প্রতিষ্ঠান এয়ার ইন্ডিয়ার এক্সপ্রেসের আইএক্স ১৩৪৪ ফ্লাইটটি করোনা মহামারিতে আটকে পড়া ভারতীয়দের নিয়ে দুবাই থেকে ফিরছিল। বিমানবন্দরে অবতরণ করার সময় উড়োজাহাজটি রানওয়ে থেকে ছিটকে যায়। এখন পর্যন্ত বিমানটির দুই পাইলটসহ ২০ জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছে শতাধিক।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer