Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৯ ১৪৩১, বুধবার ২৪ এপ্রিল ২০২৪

ভারী বৃষ্টির আভাস

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:৫১, ৬ ডিসেম্বর ২০২১

প্রিন্ট:

ভারী বৃষ্টির আভাস

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’ উপকূলে আসার আগেই দুর্বল হয়ে পরিণত হয়েছে নিম্নচাপে। এই নিম্নচাপের প্রভাবে উপকূলীয় জেলাগুলোসহ রাজধানীতেও নামছে বৃষ্টি। হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির কারণে রাজধানীর বিভিন্ন এলাকার সড়কগুলোতে যানবাহন সংকট ও রাস্তাগুলোতে পানি জমে যাওয়ায় ভোগান্তিতে পড়তে হচ্ছে অফিসগামী ও সাধারণ মানুষকে।

এদিকে, ‘জাওয়াদ’র কারণে ভারী বর্ষণের সতর্কবাণী দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাসে তারা বলছে, উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে সোমবার সকাল ১০টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে খুলনা, রাজশাহী, ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

এর আগে আবহাওয়ার এক বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সমুদ্র বন্দর সমূহের জন্য তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল আছে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থান রত সকল মাছ ধরা নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer