Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৪ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

ভারতের স্বাধীনতার ৭৫ বছর : দেশবাসীকে শুভেচ্ছা মোদি-মমতার

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১২:৫১, ১৫ আগস্ট ২০২২

প্রিন্ট:

ভারতের স্বাধীনতার ৭৫ বছর : দেশবাসীকে শুভেচ্ছা মোদি-মমতার

ভারতজুড়ে পালন করা হচ্ছে দেশের ৭৬তম স্বাধীনতা দিবস। সেই উপলক্ষে সোমবার (১৫ আগস্ট) সকালে দেশবাসীকে টুইট করে স্বাধীনতা দিবসের শুভেচ্ছাবার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টুইট করে দেশবাসীকে শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

সোমবার সকাল ৬টায় এক টুইটবার্তায় প্রধানমন্ত্রী মোদি লেখেন: ‘দেশবাসীকে স্বাধীনতা দিবসের শুভকামনা। জয় হিন্দ।’

ভারতের স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে দিল্লি তথা সারা ভারত সেজে উঠেছে। কেন্দ্রের পক্ষে এক বছর ধরে ‘আজাদি কা অমৃত মহোৎসব’ পালন করা হচ্ছে।

দেশের স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে দেশে দুদিন ধরে ‘হর ঘর তেরঙ্গা’ কর্মসূচি পালন হচ্ছে। স্বাধীনতার ৭৫তম বছর উদ্‌যাপনকে স্মরণীয় করে রাখতে সোশ্যাল মিডিয়ায় প্রত্যেকের প্রোফাইল পিকচারে তেরঙ্গা লাগানোর ডাক দিয়েছিলেন তিনি।

এদিকে আজ প্রধানমন্ত্রীর পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও টুইট করে দেশবাসীকে শুভেচ্ছা জানান। তিনি টুইটবার্তায় লেখেন, ‘স্বাধীনতার ৭৫ বছর! আজ আমরা আমাদের পূর্বপুরুষদের সর্বোচ্চ আত্মত্যাগকে শ্রদ্ধা জানাই, যারা দেশের স্বাধীনতা এনেছিলেন। ভারতবাসীকে অবশ্যই গণতান্ত্রিক মূল্যবোধ এবং অধিকারের মর্যাদার খেয়াল রাখতে হবে।’

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer