Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৫ ১৪৩১, শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪

ভারতের সঙ্গে ঘনিষ্ঠতায় জোর দিলেন মাইক পম্পেও

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২৩:৪৯, ২৫ জানুয়ারি ২০২৩

প্রিন্ট:

ভারতের সঙ্গে ঘনিষ্ঠতায় জোর দিলেন মাইক পম্পেও

সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ভারতের সঙ্গে ঘনিষ্ঠতার ওপর জোর দিয়ে বলেছেন, ভারতের প্রতি মার্কিন অবহেলা হচ্ছে দেশটির রাজনীতির প্রধান দুই দলের দীর্ঘদিনের ব্যর্থতারই পরিণাম।

সদ্য প্রকাশিত স্মৃতিচারণমূলক গ্রন্থ ‘নেভার গিভ অ্যান ইঞ্চ: ফাইটিং ফর দ্য আমেরিকা আই লাভ’-এ তার এ পর্যবেক্ষণ উঠে এসেছে।

ভারতের প্রতি ইঙ্গিত করে পম্পেই তার বইতে লিখেছেন, ‘আমরা সহজাত মিত্র, কারণ আমাদের মধ্যে অভিন্ন গণতন্ত্রের ইতিহাস ও একটি সাধারণ ভাষার মিলের পাশাপাশি মানুষ এবং প্রযুক্তির বন্ধন রয়েছে। ভারত মার্কিন বুদ্ধিবৃত্তিক সম্পদ এবং পণ্যের বিশাল চাহিদা সম্পন্ন একটি বাজার। এসবের পাশাপাশি দক্ষিণ এশিয়ায় এর কৌশলগত অবস্থানের কারণে চীনের আগ্রাসন মোকাবেলায় ভারত হয়ে উঠেছে আমার কূটনীতির ভিত্তি।’

মাইক পম্পেও আরো লিখেছেন, ‘আমার মনে হয় যুক্তরাষ্ট্র, ভারত, জাপান, অস্ট্রেলিয়া, দক্ষিণ কোরিয়া, যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়ন নিয়ে গঠিত একটি জোটের অর্থনৈতিক ওজন চীনের চেয়ে অন্তত তিনগুণ হবে। আমি ভারতকে যুক্তরাষ্ট্রের পরবর্তী বড় মিত্র করে তুলতে সাহায্য করার জন্য প্রচুর সময় এবং শ্রম বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছিলাম।’

তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আস্থাভাজন মাইক পম্পেও ২০১৭ থেকে ২০১৮ সাল পর্যন্ত সিআইএ পরিচালক ছিলেন। তারপর ২০১৮ থেকে ২০২১ সাল পর্যন্ত তিনি পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer