Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

ভারতের লোকসভায় নাগরিক সংশোধনী বিল পাস

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:০০, ১০ ডিসেম্বর ২০১৯

প্রিন্ট:

ভারতের লোকসভায় নাগরিক সংশোধনী বিল পাস

ঢাকা : টানা ১২ ঘণ্টার বিতর্কের পর ভারতের লোকসভায় বিতর্কিত নাগরিক সংশোধনী বিল পাস হয়েছে। সোমবার দেশটির পার্লামেন্টে বিলটির পক্ষে ভোট পড়ে ৩১১টি এবং বিপক্ষে ভোট পড়ে ৮০টি।

মঙ্গলবার এটা রাজ্যসভায় তোলার কথা রয়েছে। সেখানে পাস হলেই তা রাষ্ট্রপতির কাছে অনুমোদনের জন্য পাঠানো হবে। এর আগে, সোমবার দুপুরে পার্লামেন্টের নিম্নকক্ষে নাগরিক সংশোধনী প্রস্তাব উত্থাপন করেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

চরম বিতর্কের পর শুরু হয় প্রস্তাবের ওপর আলোচনা। নতুন প্রস্তাবে আফগানিস্তান, পাকিস্তান এবং বাংলাদেশ থেকে যাওয়া অমুসলিমরা সহজে ভারতের নাগরিক হওয়ার সুযোগ পাবেন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer