Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১০ ১৪৩১, বুধবার ২৪ এপ্রিল ২০২৪

ভারতের আরো দুটি জাহাজ মিয়ানমার বন্দরে

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৫:২৫, ২৪ সেপ্টেম্বর ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

ভারতের আরো দুটি জাহাজ মিয়ানমার বন্দরে

ঢাকা : ভারতের এয়ারক্রাফট নেভি ড্রোনিয়ারসহ আরো দুটি নৌ জাহাজ সোমবার মিয়ানমারের ইয়াঙ্গুন বন্দরে ভিড়তে যাচ্ছে। দেশ দুটির মধ্যে দ্বিপক্ষীয় মহড়ার অংশ হিসেবে ভারতীয় জাহাজ কুলিশ ও বাত্তিমালভ ইয়াঙ্গুন পৌঁছাচ্ছে।

গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমারের এক প্রতিবেদনে একথা বলা হয়েছে।

ইয়াঙ্গুন বন্দরে তিনদিন অবস্থানকালে সপ্তম ভারত-মিয়ানমার সমন্বিত মহড়ার উদ্বোধন করা হবে। নিজ নিজ উপকূলীয় সীমানায় নিরাপত্তা বজায় রাখা এবং দুদেশের নৌবাহিনীর মধ্যে কর্মসূচি বিনিময়ের মাধ্যমে পারস্পারিক সমঝোতা বাড়ানোই এই মহড়ার লক্ষ্য।
খবর বার্তা সংস্থা সিনহুয়া’র।

এছাড়াও তিন দিনের এই অনুষ্ঠানসূচির মধ্যে রয়েছে দুদেশের কর্মকর্তাদের মধ্যে সৌজন্য সাক্ষাত, ক্রীড়া প্রতিযোগিতা ও সামাজিক যোগাযোগ এবং ইয়াঙ্গুনের আকর্ষণীয় স্থানগুলোতে ভ্রমণ।

এর আগে আগস্ট মাসে ভারতের নৌবাহিনীর আরেকটি জাহাজ খঞ্জারও ইয়াঙ্গুন বন্দরে অবস্থান করেছিল।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer