Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৩ ১৪৩০, শুক্রবার ২৯ মার্চ ২০২৪

ভারতে সোয়াইন ফ্লু’তে আক্রান্তের সংখ্যা বাড়ছে, মৃত ৪০

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:০৪, ২০ জানুয়ারি ২০১৯

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

ভারতে সোয়াইন ফ্লু’তে আক্রান্তের সংখ্যা বাড়ছে, মৃত ৪০

ঢাকা: ভারতের কয়েকটি রাজ্যে সোয়াইন ফ্লু ব্যাপক হুমকি সৃষ্টি করেছে। প্রতিবেশী দেশগুলোতেও এ রোগ বিস্তারের আশঙ্কা করছেন অনেকে। সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন দেশটির ক্ষমতাসীন দল বিজেপি’র সর্বভারতীয় সভাপতি অমিত শাহ।

জানুয়ারি মাসেই রাজস্থান রাজ্যে সোয়াইন ফ্লুতে ৪০ জন মারা গেছে। আরো এক হাজার মানুষ এতে আক্রান্ত হয়েছে বলে জানা গেছে।নয়াদিল্লিতে এ ভাইরাসে আক্রান্ত দুই ব্যক্তি মারা গেছেন। গত ১৩ জানুয়ারি পর্যন্ত সেখানে ১৬৮টি আক্রান্ত হওয়ার ঘটনার খবর পাওয়া গেছে। শীতের মাস ডিসেম্বর ও জানুয়ারিতে রাজস্থান এবং নয়াদিল্লিতে সোয়াইন ফ্লুর সংক্রমণ বেড়ে গেছে।

খুব সহজেই একজন থেকে আরেকজনের শরীরে ছড়িয়ে পড়া এই এইচ১এন১ ভাইরাসে গত বছর দেশটিতে একহাজার ১০০ জন মারা গেছেন। আক্রান্ত হয়েছে অন্তত ১৫ হাজার।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer