Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৬ ১৪৩১, শনিবার ২০ এপ্রিল ২০২৪

ভারতে বিরূপ আবহাওয়ায় ১১ পর্বতারোহীর মৃত্যু : নিখোঁজ ১০

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:২৫, ২৩ অক্টোবর ২০২১

প্রিন্ট:

ভারতে বিরূপ আবহাওয়ায় ১১ পর্বতারোহীর মৃত্যু : নিখোঁজ ১০

ভারতের উত্তরাখণ্ডের বিভিন্ন পাহাড়ি এলাকায় ট্রেকিং করতে গিয়ে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কবলে পড়ে ১১ জন পর্বতারোহীর মৃত্যুর খবর পাওয়া গেছে।

ভারতীয় সংবাদমাধ্যমে বলা হয়, ১৭ জন পর্যটকের একটি দল উত্তরাখণ্ডের লামখাগা পাসের উদ্দেশে যাত্রা করেন। কিন্তু ১৮ অক্টোবর হঠাৎ তুষার ঝড় শুরু হওয়ায় তাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় ক্যাম্পের। আবহাওয়া খারাপ থাকায় দুর্গম পাহাড়ি এলাকায় উদ্ধারকারী দল পৌঁছাতে পারেনি।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১৭ হাজার ফুট ওপরে উত্তরাখণ্ডের লামখাগা পাসে তুষারঝড়ের কবলে পড়েন ওই পর্বতারোহীরা।

পরবর্তীতে ভারতীয় বিমান বাহিনী বিশেষ অভিযান পরিচালনা করলে লামখাগা পাসের আশপাশ থেকে ১১ জনের মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হন।

খারাপ আবহাওয়ার কবলে পড়ে আরও একটি পর্যটক দলের ১০ জন সদস্য নিখোঁজ রয়েছেন বলে জানানো হয়েছে।

নিহতদের মরদেহ স্থানীয় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। উদ্ধার হওয়া জীবিতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer