Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৬ ১৪৩১, শনিবার ২০ এপ্রিল ২০২৪

ভারতে টিকটকসহ ৫৯ চীনা অ্যাপ নিষিদ্ধ ঘোষণা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৯:১৩, ৩০ জুন ২০২০

প্রিন্ট:

ভারতে টিকটকসহ ৫৯ চীনা অ্যাপ নিষিদ্ধ ঘোষণা

ব্যবহারকারীদের গোপন তথ্যের ওপর নজরদারি ও তথ্য পাচারের আশঙ্কার কথা উল্লেখ করে- ভারতীয় তরুণদের মাঝে জনপ্রিয়তার শীর্ষে থাকা `টিকটক` সহ মোট ৫৯টি চীনা অ্যাপ নিষিদ্ধের ঘোষণা দিল ভারত সরকার। সিএনএন

সোমবার ভারতীয় সংবাদমাধ্যম নিউজ১৮ প্রকাশিত প্রতিবেদনের তথ্য মতে, সম্প্রতি লাদাখ সীমান্তে সৃষ্ট চীন-ভারত দ্বন্দ্বের জেরে চীনকে বয়কট করার যে দাবি ওঠে ভারতজুড়ে, তার প্রেক্ষিতে চীনের সঙ্গে ব্যবসা এবং চীনা পণ্য ব্যবহার থেকে বিরত থাকার কথা আগেই জানিয়েছিল দেশটির জনগণ৷ যার মধ্যে চীনা জনপ্রিয় এই অ্যাপগুলো বয়কটের দাবিও ছিল৷ এবার সেই পথে হাঁটল ভারত সরকার৷ ৫৯টি চীনা অ্যাপ ভারতে ব্যবহার নিষিদ্ধের ঘোষণা দেয়া হলো৷ যার মধ্যে রয়েছে TikTok, Shareit, UC Browser-র মত অ্যাপগুলি৷নিউজ১৮ জানায়, অ্যানড্রয়েড এবং আইফোনের আইওএস (iOS)-এ ক্রমাগত নজরদারি চালায় এই চীনা অ্যাপ এবং তথ্য চুরি করে৷ এমন অভিযোগের ভিত্তিতেই এবার চীনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরাসরি এই সিদ্ধান্ত ভারতীয় সরকারের৷

প্রতিবেদনের তথ্য মতে, এই পদক্ষেপের জন্য সর্বভারতীয় ব্যবসায়ী সংগঠন দ্য কনফেডারেশন অব অল ইন্ডিয়া ট্রেডার্স (The Confederation of All India Traders- CAIT) দেশটির প্রধানমন্ত্রীকে সাধুবাদ জানিয়েছে৷ এরইমধ্যেই দেশে চীনা পণ্য বয়কটের ডাক দিয়েছে তারা৷ এই নিষেধাজ্ঞার পর তাদের সেই ডাক আরও জোরদার হবে বলে মনে করেছেন এই সংগঠন কর্তারা।

কর্তৃপক্ষের বরাত দিয়ে নিউজ১৮ জানায়, ৫৯টি চীনা অ্যাপ নিষিদ্ধ ঘোষণার ফলে চীনা পণ্য বয়কটের ডাক আরও জোরালো হবে৷ এর ফলে দেশের শক্তি বাড়াবে৷ এই ঘোষণা খুবই গুরুত্বপূর্ণ বিবেচনা করছেন তারা।

তবে একদিকে সমঝোতার জন্যে তৃতীয় দফা বৈঠিকের ঘোষণা দিয়ে দেশের অভ্যন্তরে ভারত সরকারের এই `চীন বয়কট` সংক্রান্ত পদক্ষেপ প্রভাব ফেলতে পারে বলে ধারণা করছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer