Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৫ ১৪৩১, শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪

ভারতে টিকটক অ্যাপের ডাউনলোড বন্ধ করলো গুগল

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:৩৪, ১৭ এপ্রিল ২০১৯

প্রিন্ট:

ভারতে টিকটক অ্যাপের ডাউনলোড বন্ধ করলো গুগল

ঢাকা : ভারতে জনপ্রিয় ভিডিও অ্যাপ্লিকেশন অ্যাপ টিকটক ডাউনলোড বন্ধ করে দিয়েছে গুগল।

টিকটক অ্যাপে নিষেধাজ্ঞা স্থগিত করার জন্য হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল এর নির্মাণ কোম্পানি চিনের বাইটড্যান্স টেকনোলজি। কিন্তু তাদের অনুরোধ প্রত্যাখ্যান করে দেন শীর্ষ আদালত।

হাইকোর্ট গত ৩ এপ্রিল টিকটককে নিষিদ্ধ করার জন্য কেন্দ্রকে জানায় মাদ্রাজ হাইকোর্ট। আদালত বলেন, এই অ্যাপ পর্নোগ্রাফিকে উৎসাহিত করছে।

আইটি মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, হাইকোর্টের আদেশ অনুসারে কেন্দ্র অ্যাপল ও গুগলকে চিঠি পাঠিয়েছিল। মঙ্গলবার মধ্যরাত থেকেই ভারতের গুগল প্লে স্টোরে অ্যাপটি আর পাওয়া যাচ্ছে না। 

গুগল এক বিবৃতিতে জানিয়েছে, কোনো অ্যাপ সম্পর্কে গুগলের কোনো বিশেষ মন্তব্য নেই। তবে তারা স্থানীয় আইন মেনেই চলবে।

অ্যাপল যদিও এখনও কিছু জানায়নি। টিকটকও গুগলের পদক্ষেপ নিয়ে মন্তব্য করেনি।

২০১৯ সালের জানুয়ারিতে ভারতের ৩০ মিলিয়নেরও বেশি ব্যবহারকারী এটি ডাউনলোড করে, যা ডিসেম্বরের চেয়ে ১২ গুণ বেশি।

 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer