Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৫ ১৪৩১, শনিবার ২০ এপ্রিল ২০২৪

ভারতে জেট এয়ারওয়েজের ফ্লাইট বন্ধ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২১:৫৬, ১৩ এপ্রিল ২০১৯

প্রিন্ট:

ভারতে জেট এয়ারওয়েজের ফ্লাইট বন্ধ

ঢাকা : ভারতের ঋণ জর্জরিত বিমান সংস্থা জেট এয়ারওয়েজ সব আন্তর্জাতিক ফ্লাইটই আপাতত বন্ধ রেখেছে। অভ্যন্তরীণ ফ্লাইটগুলোতেও কাটছাঁট চলছে। এতে করে সংস্থাটির টিকে থাকা নিয়ে সংশয় সৃষ্টি হয়েছে।

শুক্রবার ভারতের কয়েকটি সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, জেট এয়ারওয়েজ ইউরোপ এবং এশিয়াসহ সব আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করেছে। ১শ` কোটি ডলারেরও বেশি ঋণের ভারে জর্জরিত এ বিমান সংস্থাটি পতন ঠেকাতে নতুন বিনিয়োগকারী খুঁজছে।

বৃহস্পতিবার জেট এয়ারওয়েজ লিজ দেয়া ফার্মগুলোর ভাড়া মেটাতে না পারায় ১০টি বিমান বসিয়ে দিয়েছে। বিমান সংস্থাটি এখন ১৪টি বিমান পরিচালনা করছে বলে জানানো হয়েছে কয়েকটি স্থানীয় গণমাধ্যমে। এয়ারলাইন্সটির বহরে আছে ১শ’র বেশি বিমান। ৬শ’ টি অভ্যন্তরীণ এবং ৩৮০ টি আন্তর্জাতিক রুটে যাতায়াত করে বিমানগুলো।

 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer