Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

ভারতে আসছেন ট্রাম্প

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৯:৪৪, ১৫ জানুয়ারি ২০২০

প্রিন্ট:

ভারতে আসছেন ট্রাম্প

ঢাকা : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড টাম্প নয়াদিল্লি সফরে আসছেন। ট্রাম্পকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে ট্রাম্পের ভারত সফরের তারিখ এখনো নির্ধারণ হয়নি। ওয়াশিংটন পোস্ট ও এনডিটিভি পৃথক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

আগামী নভেম্বরে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের আগেই ট্রাম্প ভারত সফরের ব্যাপারে আগ্রহী বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

গত বছরের ২৬ জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে ট্রাম্পকে আমন্ত্রণ জানিয়েছিল নয়াদিল্লি। তবে শেষ পর্যন্ত তার ওই সফর বাতিল করা হয়। মার্কিন কর্মকর্তারা তখন জানিয়েছিলেন, ওই সময়েই রাষ্ট্রীয় একটি জরুরি ভাষণের দিন নির্ধারিত থাকায় ট্রাম্পের ভারত সফর বাতিল করা হয়।

হোয়াইট হাউসের বরাত দিয়ে এনডিটিভি আরো জানায়, অভিশংসন প্রস্তাব নিয়ে ভোটাভুটির তারিখ এখনো ঠিক হয়নি বলে ডোনাল্ড ট্রাম্পের ভারত সফরের দিনক্ষণ নির্ধারণ করা যায়নি।

তবে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণ হোয়াইট হাউজ থেকে ইতিবাচক সাড়া মিলেছে বলে জানিয়েছে ওয়াশিংটন পোস্ট।

ট্রাম্পের ভারত সফর নিয়ে দুই দেশের কর্মকর্তারা কাজ শুরু করেছেন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer