Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৫ ১৪৩১, শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪

ভারতীয় ভ্যারিয়েন্ট নিয়ে শঙ্কায় ব্রিটেন

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:৫৩, ১৫ মে ২০২১

প্রিন্ট:

ভারতীয় ভ্যারিয়েন্ট নিয়ে শঙ্কায় ব্রিটেন

যুক্তরাজ্যে সোমবার থেকে চলমান লকডাউন আরও শিথিল হতে যাচ্ছে। তবে দেশটিতে করোনার ভারতীয় ভ্যারিয়েন্টের সংক্রমণ নতুন শঙ্কা সৃষ্টি করেছে। এ অবস্থায় দ্রুত স্বাভাবিক পরিস্থিতিতে ফিরে আসা নিয়ে সংশয় প্রকাশ করেছেন খোদ ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনও।

ব্রিটেনে করোনা পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলেও সম্প্রতি উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে দক্ষিণ আফ্রিকা এবং ব্রাজিলের ভ্যারিয়েন্টগুলো। আর সেই শঙ্কাকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে ভারতীয় ভ্যারিয়েন্ট।

শুক্রবার লকডাউন শিথিলের বার্তা নিয়ে সংবাদ সম্মেলনে এসে কঠোর সতর্কবার্তা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।বরিস জনসন বললেন, লকডাউন শিথিলের চতুর্থ ধাপ বিলম্বিত হতে পারে।

সংক্রমণের হার কমাতে ব্রিটিশ সরকার ভ্যাকসিন প্রদান কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্ব দিয়েছে। অত্যন্ত সতর্কতার সঙ্গে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করেছ বলে জানান দেশটির স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক।

ভারতীয় ভ্যারিয়েন্টের সংক্রম ছড়িয়ে পড়ায় লকডাউন শিথিল করলে করোনা পরিস্থিতি ভয়ংকর পর্যায়ে যেতে পারে বলে মনে করেন লন্ডন রেডব্রিজ কাউন্সিলের কাউন্সিলর সায়মা আহমেদ।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer