Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ১৩ ১৪৩০, বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪

ভারত মহাসাগরে বিশাল সামরিক মহড়া চালাবে ইরান

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৯:৩৬, ৯ ফেব্রুয়ারি ২০১৯

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

ভারত মহাসাগরে বিশাল সামরিক মহড়া চালাবে ইরান

ঢাকা : ইরান দুই সপ্তাহের মধ্যে ভারত মহাসাগরে বিশাল সামরিক মহড়া চালাবে বলে জানিয়েছেন দেশটির নৌবাহিনীর ডেপুটি কমান্ডার রিয়ার অ্যাডমিরাল তুরাজ হাসানি-মোকাদ্দাম।

শুক্রবার প্রকাশিত এক প্রতিবেদনে একথা জানায় ইরানি গণমাধ্যম ‘পার্সটুডে’।তুরাজ হাসানি-মোকাদ্দাম বলেন, দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ইরানের মাকরান উপকূল থেকে শুরু করে ভারত মহাসাগর পর্যন্ত এই সামরিক মহড়া চালানো হবে।

তিনি বলেন, এতে ইরানের মেরিন ব্রিগেড এবং নৌ-কমান্ডোরা অংশগ্রহণ করবেন। এর মাধ্যমে এই অঞ্চলে নিজেদের সক্ষমতা প্রদর্শন করবে ইরান।ইরানি নৌবাহিনীর ডেপুটি কমান্ডার রিয়ার অ্যাডমিরাল বলেন, আঞ্চলিক নিরাপত্তা প্রতিষ্ঠার লক্ষ্যে নিজেদের ক্ষমতা প্রদর্শন করবে ইরান।

তিনি আরও বলেন, ইসলামি বিপ্লবের আগে ইরানি নৌবাহিনী শুধু পারস্য উপসাগরে অবস্থান করেছে। কিন্তু এখন সময় এসেছে দূরবর্তী সমুদ্রেও ইরানি নৌবাহিনীর শক্তিশালী অবস্থান নিশ্চিত করার।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer