Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১০ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

ভারত-কাজাখস্তান যৌথ সামরিক মহড়া সম্পন্ন

India News Network

প্রকাশিত: ২৩:০৪, ১১ সেপ্টেম্বর ২০২১

প্রিন্ট:

ভারত-কাজাখস্তান যৌথ সামরিক মহড়া সম্পন্ন

-১২ দিন ব্যাপী অনুষ্ঠিত মহড়াটি দুই বাহিনীর মধ্যকার আন্তঃসম্পর্ক এবং বোঝাপড়া আরও জোরদার করেছে।

১২ দিন কঠোর অনুশীলনের পর শেষ হয়েছে ভারত-কাজাখস্তানের যৌথ সামরিক মহড়া ‘কাজইন্ড-২১’। ১১ সেপ্টেম্বর, শনিবার, শেষ হওয়া মহড়াটি শুরু হয়েছিলো গত ৩০ আগস্ট। এটি কাজাখস্তান এবং ভারতের মধ্যকার যৌথ সামরিক মহড়ার পঞ্চম সংস্করণ। ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

কাজাখস্তানের আয়শা বিবির ট্রেনিং নোডে যৌথ এই সামরিক প্রশিক্ষণ মহড়াটি অনুষ্ঠিত হয়। মহড়াটি দুই বাহিনীর মধ্যকার আন্তঃসম্পর্ক এবং বোঝাপড়া আরও জোরদার করেছে বলে জানিয়েছে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়।

মহড়াটিতে কাউন্টার ইনসার্জেন্সি এবং কাউন্টার টেরোরিজমের মতো বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়েছে। পাহাড়ি বা গ্রামীণ পরিবেশে মহড়াটি আয়োজন করা হয়েছিলো। এছাড়াও, সংশ্লিষ্ট বিষয়ে স্বীয় অভিজ্ঞতা ভাগাভাগি, অস্ত্র চালনা, অপারেশন পরিকল্পনা ও সম্পাদনায় স্বীয় অভিজ্ঞতা বিনিময় সহ নানা বিষয়ে একত্রে কাজ করেছে বাহিনী দুটো। মহড়াটির ফলে দু দেশের মধ্যকার কূটনৈতিক ও আঞ্চলিক রাজনৈতিক সম্পর্ক আরও গভীর হবে বলে ধারণা করছে বোদ্ধামহল।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer