Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১১ ১৪৩১, বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪

বড়পুকুরিয়া খনিতে আবারও বিদ্যুৎ উৎপাদন শুরু

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:১৩, ১৪ সেপ্টেম্বর ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

বড়পুকুরিয়া খনিতে আবারও বিদ্যুৎ উৎপাদন শুরু

ঢাকা : খনি থেকে কয়লা উত্তোলন শুরু হওয়ার ৭ দিনের মাথায় দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রে আবারও বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। ফলে ৫২ দিন বন্ধ থাকার পর বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ২৭ মিনিটে থেকে শুরু হয় এই উৎপাদন।

এর আগে ওইদিনই বিকেল সাড়ে ৪টা থেকে তাপবিদ্যুৎ কেন্দ্রটির স্টিমে আগুন দেয়া হয় বলে জানিয়েছেন বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ম্যানেজার (উৎপাদন) প্রকৌশলী মাহাবুববুর রহমান। পরে রাত থেকে উৎপাদন শুরু হয়।

গত ২২ জুলাই কয়লা সঙ্কটের কারণে বন্ধ হয়ে যায় দেশের একমাত্র কয়লাভিক্তিক বড়পুকুরিয়া ৫২৫ মেগওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রের তিনটি ইউনিট। এতে বিদ্যুৎ সঙ্কটে পড়ে দিনাজপুরসহ রংপুর বিভাগের আট জেলা।

 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer