Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৫ ১৪৩১, শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪

ব্লাড ক্যান্সারে আক্রান্ত রুবি বাঁচতে চায়

তুহিন আহামেদ, নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:১৫, ২০ আগস্ট ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

ব্লাড ক্যান্সারে আক্রান্ত রুবি বাঁচতে চায়

সন্তানকে কোলে নিয়ে রুবি

সাভার : সাভারের আশুলিয়ার দক্ষিণ কবিরপুর এলাকার আবুল কালাম আজাদ এর স্ত্রী রুবি (৩২) পোশাক কারখানার একজন নারী শ্রমিক ছিলেন। স্বামী ও একমাত্র সন্তান অন্তরা (৫)কে নিয়ে তাদের সংসার ভালই চলছিল। কিন্তু তার শরীরে বাসা বাদে ব্লাড ক্যান্সার।

২০১৭ সালে ধরা পড়ে এ রোগ। রোগটি ধরা পড়ার পর জাতীয় ক্যান্সার গবেষণা ইনিষ্টিটিউট ও হাসপাতালে ডা. মঈনুল ইসলাম এর তত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন। কিন্তু চিকিৎসার খরচ বহন করতে না পারায় তাকে বাসায় নিয়ে আসা হয়। এছাড়া প্রতিদিন ব্যয়বহুল ওষুধের খরচ বহন করার মত ক্ষমতা তার নেই।

দীর্ঘদিন ধরে ব্লাড ক্যান্সারে আক্রান্ত রুবি এখন আর চিকিৎসা করাতে পারেন না। তার চিকিৎসা করাতে গিয়ে পোশাক শ্রমিক স্বামী এরই মধ্যে শেষ সম্ভল বাড়িটাও বিক্রি করে দিয়েছেন। চাকুরীটাও চলে গেছে এরই মধ্যে। তাই দেশের বিত্তবানদের কাছে তিনি সাহায্য চেয়েছেন।

সাহায্য পাঠানোর ঠিকানা, উত্তরা ব্যাংক লিমিটেড, বিকেএসপি শাখা, আশুলিয়া, ঢাকা, সঞ্চয়ী হিসাব নম্বর ১২১৬৩৪। এছাড়া বিকাশ করতে পারেন। রুবির স্বামী আবুল কালাম আজাদ, বিকাশ নাম্বার ০১৭৫৫২০৩৭০০।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer