Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ৫ ১৪৩১, শনিবার ২০ এপ্রিল ২০২৪

ব্রেক্সিট নিয়ে নিম্নকক্ষের ভোটাভুটি পেছানো হবে না

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:৩৫, ১০ ডিসেম্বর ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

ব্রেক্সিট নিয়ে নিম্নকক্ষের ভোটাভুটি পেছানো হবে না

ঢাকা : ব্রেক্সিট চুক্তি নিয়ে ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ হাউজ অব কমন্সে ভোটাভুটি পেছানো হবে না বলে জানিয়েছেন থেরেসা মে প্রশাসন।

পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী মঙ্গলবারই ভোটাভুটি হবে বলে জানান ব্রেক্সিট বিষয়ক মন্ত্রী স্টিফেন বার্কলে। তিনি বলেন, এ ভোটে হেরে গেলেও থেরেসা মের প্রধানমন্ত্রীত্ব বহাল থাকবে।

তুমুল সমালোচনার জেরে বেশ কয়েকজন আইন প্রণেতা ১১ই ডিসেম্বরের ভোট স্থগিত করার প্রস্তাব দিলেও, তা মানতে নারাজ প্রধানমন্ত্রী থেরেসা মে। গত সপ্তাহে পার্লামেন্টে সংখ্যা গরিষ্ঠতা হারিয়ে ব্রেক্সিট চুক্তির পূর্ণ নথি প্রকাশের পর, নিজ দলেও সমালোচনার মুখে পড়েন ব্রিটিশ প্রধানমন্ত্রী।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer